রাজশাহী আঞ্চলিক কেন্দ্র

মোহাম্মদ তৌহিদুজ্জামান
মোহাম্মদ তৌহিদুজ্জামান
( সংক্ষিপ্ত প্রোফাইল )
পরিচালক ( ভারপ্রাপ্ত )
রাজশাহী আঞ্চলিক কেন্দ্র

Email Address:nurajrc@gmail.com        Office Image Gallery

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের (বর্তমান) কার্যক্রমঃ


১. ক) ডিগ্রি পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা; খ) অনার্স পার্ট-১, পার্ট-২, পার্ট-৩ ও পার্ট-৪ পরীক্ষা; গ) প্রিলিমিনারি টু মার্স্টাস ও মার্স্টাস শেষ পর্ব পরীক্ষা; ঘ) সকল প্রফেশনাল পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুসাঙ্গিক কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে প্রেরণ করে যা রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের STRONG ROOM সংরক্ষণ পূর্বক জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত রাজশাহী বিভাগের কলেজ কেন্দ্রসমূহে যথাসময়ে বিতরণ করা। ২. জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার লিখিত উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষকবৃন্দের মাঝে বিতরণ করা হয়। ৩. পরীক্ষা শেষে কেন্দ্র হতে প্রেরিত প্রিলিমিনারি টু মার্স্টাস ও মার্স্টাস শেষ পর্ব, অনার্স (পার্ট-৪, পার্ট-৩, পার্ট-২, পার্ট-১) এবং এল.এল.বি পরীক্ষাসহ সকল প্রফেশনাল পরীক্ষার E-TYPE OMR আঞ্চলিক কেন্দ্রে সংগ্রহ ও সংরক্ষণ করে যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়। ৪. ফলাফল দ্রুত প্রকাশের লক্ষ্যে সকল পরীক্ষার প্রতিটি বিষয়ের প্রধান পরীক্ষকবৃন্দের নিকট থেকে পরীক্ষক কর্তৃক মূল্যায়নকৃত লিখিত উত্তরপত্রের ঐ H-Type OMR এবং নম্বর র্ফদ সংগ্রহ করে যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়। ৫. কলেজ শিক্ষকগণের পরীক্ষা সংক্রান্ত কাজের পারিশ্রমিক বিলসমূহ যথাসময়ে প্রাপ্তির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট শাখায় জমা দেয়ার ব্যবস্থা গ্রহণ। ৬. সাময়িক সনদ ও নম্বরপত্র রাজশাহী বিভাগের সকল কলেজসমূহে আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী থেকে বিতরণ করা হয়। ৭. অত্র বিভাগের শিক্ষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আঞ্চলিক কেন্দ্র, রাজশাহীতে আয়োজন করা হয়। ৮. জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর অফিস কর্তৃক প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় দিবসগুলির কর্মসূচী যথাযথ মর্যদায় পালন করা হয়। ৯. জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র রাজশাহীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ কলেজসমূহ হতে প্রতিনিয়ত আগত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী/ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমস্যাসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরামর্শ ও সমাধানের ব্যবস্থা গ্রহণ করে থাকে। ১০. জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ডায়েরি, বার্ষিক ক্যালেন্ডার, জার্নাল, একাডেমিক ক্যালেন্ডার ও প্রকাশিত অন্যান্য পুস্তকাদি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে অধিভূক্ত কলেজসমূহে বিতরণ করা হয়। ১১. কলেজসমূহ হতে বিভিন্ন পরীক্ষার ফরম পূরণের পর সোনালী সেবার কাগজপত্র/বিবরণী ফরমসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আঞ্চলিক কেন্দ্রে সংরক্ষণ পূর্বক তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের চাহিদা মোতাবেক যথাসময়ে গাজীপুরে প্রেরণ করা। ১২. ভাইস-চ্যালেন্সর মহোদয়ের সাথে অধ্যক্ষ মহোদয়দের বিভিন্ন বিষয়ে মত বিনিময় সভা ও অধ্যক্ষ সম্মিলনের আয়োজন করা হয় । ১৩. ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে জুম মিটিং-এর ব্যবস্থা করা হয়। ১৪. সর্বোপরি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর কর্তৃপক্ষের তাৎক্ষণিক যে কোনো নির্দেশ পালন করা হয়।