এস্টেট দপ্তর

...
মুহাম্মদ মোসলেম উদ্দিন
পরিচালক
এস্টেট দপ্তর

Email Us: ...        Office    Image Gallery

এস্টেট দপ্তরের চলমান কার্যাবলীঃ

  1. বিশ্ববিদ্যালয়ের সকল স্থাবর / অস্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণ।
  2. বিভিন্ন বিভাগ, দপ্তর ও অফিস সমূহের কক্ষ / স্পেস বরাদ্দ করণ।
  3. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমির দলিল সংরক্ষণ।
  4. নিজস্ব জমির ভূমি উন্নয়ন ও সিটি কর্পোরেশন কর্তৃক ট্যাক্স পরিশোধ করণ।
  5. সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয় পত্র ইস্যুকরণ।
  6. কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসা বরাদ্দকরণ।
  7. গাজীপুর ক্যাম্পাস ও নগর কার্যালয় সহ যে সকল জেলায় নিজস্ব জায়গা এবং জমির উপর আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই সকল অফিস সমূহের ভূমি কর ও সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ট্যাক্স পরিশোধ করণ।
  8. ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন সহ ক্যাম্পাসের সার্বিক সৌন্দর্য্যবর্দ্ধিত করণ।
  9. বিশ্ববিদ্যালয়ের অব্যবহারযোগ্য মালামাল কমিটির মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করণ।
  10. ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা করণ।
  11. Deployment আনসার সদস্যদের নথি দেখাশুনা ও বেতন ভাতাদির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
  12. দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োজিত ক্লিনারদের কাজ তদারকি ও বিল পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য কার্যাবলী।