এস্টেট দপ্তর

মুহাম্মদ মোসলেম উদ্দিন
পরিচালক
এস্টেট দপ্তর
পরিচালক
এস্টেট দপ্তর
Email Us: ... Image Gallery
এস্টেট দপ্তরের চলমান কার্যাবলীঃ
- বিশ্ববিদ্যালয়ের সকল স্থাবর / অস্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণ।
- বিভিন্ন বিভাগ, দপ্তর ও অফিস সমূহের কক্ষ / স্পেস বরাদ্দ করণ।
- বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমির দলিল সংরক্ষণ।
- নিজস্ব জমির ভূমি উন্নয়ন ও সিটি কর্পোরেশন কর্তৃক ট্যাক্স পরিশোধ করণ।
- সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয় পত্র ইস্যুকরণ।
- কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসা বরাদ্দকরণ।
- গাজীপুর ক্যাম্পাস ও নগর কার্যালয় সহ যে সকল জেলায় নিজস্ব জায়গা এবং জমির উপর আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই সকল অফিস সমূহের ভূমি কর ও সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ট্যাক্স পরিশোধ করণ।
- ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন সহ ক্যাম্পাসের সার্বিক সৌন্দর্য্যবর্দ্ধিত করণ।
- বিশ্ববিদ্যালয়ের অব্যবহারযোগ্য মালামাল কমিটির মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করণ।
- ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা করণ।
- Deployment আনসার সদস্যদের নথি দেখাশুনা ও বেতন ভাতাদির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
- দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োজিত ক্লিনারদের কাজ তদারকি ও বিল পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য কার্যাবলী।