কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর

মোঃ শাহাব উদ্দিন আহাম্মদ
মোঃ সাহাব উদ্দিন আহাম্মদ
( সংক্ষিপ্ত প্রোফাইল )
পরিচালক (ভারপ্রাপ্ত)
কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর

Email Address:collegemonitoring@nu.ac.bd        Office Image Gallery

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের অধীন ২০১৮ সালে “কলেজ এডুকেশন মনিটরিং সেল” প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে কলেজগুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা, অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন ও নিবিড়ভাবে পরিবীক্ষণের জন্য এবং কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়নে কলেজসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও অপেক্ষাকৃত অনগ্রসর কলেজসমূহকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদানসহ কলেজ শিক্ষার সার্বিক উন্নয়নকল্পে প্রতিনিয়ত মনিটরিং ও মূল্যায়নের গুরুত্ব অনুধাবন করে কলেজ মনিটরিং সেলকে বিলুপ্ত করে ২০২০ সালে একটি পূর্ণাঙ্গ দপ্তর হিসেবে “কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর” প্রতিষ্ঠা করা হয়। কলেজের একাডেমিক বিভিন্ন কার্যক্রম ও পরিচালন ব্যবস্থা Online-এ মনিটরিং করাও এই দপ্তরের অধীন পরিচালিত হবে।

কলেজ র‌্যাংকিংঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্নাতক (সম্মান) পর্যায়ের কলেজগুলোর শিক্ষার গুনগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত Key Performance Indicators (KPI) অর্জনের মাধ্যমে ২০১৫ সাল থেকে কলেজ র‌্যাংকিং কার্যক্রম চালু হয়েছে। KPI অর্জনকৃত কলেজগুলোকে স্বীকৃতি ও বিভিন্ন প্রনোদনা প্রদান করা হয়ে থাকে। যাতে অপরাপর কলেজগুলো র‌্যাংকিং প্রাপ্তির লক্ষ্যে ঘাটতি পূরণে কাজ করে এবং নির্দ্দিষ্ট KPI অর্জনে প্রচেষ্টা গ্রহণে উৎসাহবোধ করে।

মডেল কলেজঃ কলেজ শিক্ষার গুণগতমান বৃদ্ধি, শিক্ষার সার্বিক উন্নয়ন ও স্ব স্ব কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণের লক্ষ্যে ‘মডেল কলেজ’ নামে একটি প্রকল্প জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত হয়। প্রাথমিক পর্যায়ে এটি অবকাঠামো ও অন্যান্য দিক দিয়ে পিছিয়ে থাকা বেসরকারি কলেজের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। কলেজসমূহ পূর্ব নির্ধারিত KPI এর ভিত্তিতে ‘মডেল কলেজ তথ্য ছক’ পূরণ করে Online এ আবেদন করে। KPI অনুযায়ী প্রাপ্ত স্কোরের ভিত্তিতে প্রাথমিকভাবে মডেল কলেজ নির্বাচন করা হয়। এসব কলেজকে মডেল কলেজ নীতিমালার স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী টার্গেট পূরণ করার জন্য সুযোগ দেওয়া হয়। কলেজ কর্তৃক Online এ প্রদত্ত তথ্যাবলি যাচাই-বাছাই, স্বল্প মেয়াদী শর্ত পূরণ এবং সরেজমিনে পরিদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে পরিদর্শন টিম প্রেরণ করা হয়। পরিদর্শকগণের প্রতিবেদনের ভিত্তিতে এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী KPI পূরণকৃত কলেজগুলোকে প্রাক-মডেল কলেজের তালিকাভুক্ত করা হয়ে থাকে।

শতবর্ষী কলেজঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ১৬টি কলেজ, যেগুলো ১০০ বছর বা তার পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোর সুপরিসর অবকাঠামো এবং শিক্ষার্থী সংখ্যা বিপুল হওয়ায় তাদের একাডেমিক উন্নয়নে বিশেষ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এই কলেজগুলোর উন্নয়নে কী কী পদক্ষেপ নেয়া যায় এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কী ধরণের প্রণোদনা দেয়া যায় এ বিষয়ে সার্বিক অনুশীলন করে খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত একটি কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।