রংপুর আঞ্চলিক কেন্দ্র

এস এম তাহমিদুর রহমান
এস এম তাহমিদুর রহমান
( সংক্ষিপ্ত প্রোফাইল )
পরিচালক ( ভারপ্রাপ্ত )
রংপুর আঞ্চলিক কেন্দ্র

Email Address:rabiulhoque20@gmail.com        Office Image Gallery

জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি এফেলিয়েট বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ৩৭নং আইনের ০৫(পাঁচ) ধারা মোতাবেক ২০১১ সালের মে মাস হতে রংপুর বিভাগীয় শহরের প্রাণ কেন্দ্র ৩৯০, পূর্ব কামাল কাছনায় একটি তিন তলা ভবন (মূল সড়ক সংলগ্ন) ভাড়া নিয়ে আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম চালু করা হয়। বর্তমানে এই আঞ্চলিক কেন্দ্র হতে ছাত্র/ছাত্রী ভর্তি সংক্রান্ত কাজ, পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজ, প্রশাসনিক সংক্রান্ত কাজ ও অর্থ সংক্রান্ত কাজ মূল ক্যাম্পাসের নির্দেশ মোতাবেক সুচারুভাবে সম্পন্ন করা হয়। রংপুর আঞ্চলিক কেন্দ্রটি একজন সুযোগ্য পরিচালকের পরিচালনায় দুইজন (০২) উপ-পরিচালক চারজন (০৪) সহকারী পরিচালক, দুই জন (০২) সেকশন অফিসার, তিনজন (০৩) নিম্নমান সহকরী, চার জন (০৪) অফিস সহায়ক, একজন ড্রাইভার এবং আউট সোসিং এর মাধ্যমে চারজন (০৪) নিরাপত্তা প্রহরী ও একজন (০১) ক্লিনার কর্মরত আছেন। রংপুর আঞ্চলিক কেন্দ্রের স্থায়ী ১০ তলা ভবনের নির্মানের কাজ এগিয়ে চলছে। এ ভবণটি অত্যাধুনিক ও সকল সুযোগ সুবিধা সস্পন্ন ভবন হিসেবে ডিজাইন করা হয়েছে। আশা করা যাচ্ছে অতি দ্রততম সময়ে উক্ত ভবনটিতে অফিস স্থানান্তর করা যাবে।





রংপুর আঞ্চলিক কেন্দ্রের বর্তমান কার্যক্রমঃ

১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অত্র বিভাগের আওতাধীন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের ভর্তি সংক্রান্ত তথ্যাদি প্রদান করা হয়।

২।পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র সোনালী সেবার Pay slip গ্রহণ করা হয় এবং মুল ক্যাম্পাসে সংশ্লিষ্ঠ দপ্তরে প্রেরণ করা হয়।

৩। বিভিন্ন কোর্স ও বর্ষের পরীক্ষার সাদা উত্তরপত্র এবং লিখিত উত্তরপত্র (মূল ক্যাম্পাস হতে প্রেরিত) পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধিদের ও পরীক্ষকদের কাছে প্রেরণ করা হয়।

৪। বিভিন্ন বর্ষের পরীক্ষার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র হতে গ্রহণকৃত E-Type ও H-Type OMR সিলগালাকৃত অবস্থায় গ্রহণ করা হয় এবং প্রতিনিধি দ্বারা মূল ক্যাম্পাসের সংশ্লিষ্ঠ দপ্তরে প্রেরণ করা হয়।

৫। বিভিন্ন প্রফেশনাল কোর্স ও পরীক্ষার সংশ্লিষ্ট বিভিন্ন কাজ মূল ক্যাম্পাসের নির্দেশ মোতাবেক সুচারুরুপে সম্পন্ন করা হয়।

৬। বিভিন্ন কোর্সের সনদপত্র এ আঞ্চলিক কেন্দ্র হতে বিতরণ করা হয়।

৭। মূল ক্যাম্পাসের নির্দেশ মোতাবেক প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়।

৮। সিমিত পরিসরে বিভিন্ন ধরণের অর্থ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়।


ভবিষৎ পরিকল্পনাঃ (মূল ক্যাম্পাসের তথ্যানুসারে)

১। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

২। পরীক্ষার লিখিত উত্তরপত্র সরাসরি গ্রহণ করা হবে।

৩। ভর্তি সংক্রান্ত যাবতীয় কাজ আঞ্চলিক কেন্দ্র হতে সম্পন্ন হবে।

৪। কলেজ মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫। উন্নত ও আধুনিক মান সম্পন্ন লাইব্রেরীর ব্যবস্থা থাকবে।

৬। কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক ব্যবস্থা থাকবে।

৭। উন্নত মানের হল রুমের ব্যবস্থা থাকবে।

৮। প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের আবাসিক ব্যবস্থা থাকবে।