আঞ্চলিক কেন্দ্র, খুলনা

পরিচালক (ভারপ্রাপ্ত)
আঞ্চলিক কেন্দ্র, খুলনা
Email Us: khulna.rc@nu.ac.bd
জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা আঞ্চলিক কেন্দ্রে পরিচালিত কার্যক্রমের বিবরণঃ
সারাদেশে বিস্তৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সার্বিক কর্মকান্ড নিবিড়ভাবে পর্যবেক্ষন, সেশন জট নিরসন ও শিক্ষার মানোন্নয়ের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর সুপারিশ মালার আলোকে ০৬ টি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। আঞ্চলিক কেন্দ্র পরিচালনা দপ্তর, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সাথে যোগাযোগ রেখে খুলনা আঞ্চলিক কেন্দ্রে নিম্নরূপ কার্যাবলী সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে। ১. পরীক্ষা সংক্রান্ত কার্যাবলী : ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে আঞ্চলিক কেন্দ্রে প্রেরিত সকল পরীক্ষার অলিখিত সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র গ্রহণ ও সংরক্ষণ এবং তা যথাসময়ে খুলনা বিভাগের কেন্দ্র সমূহে বিতরণ। খ) প্রতিটি পরীক্ষা শেষ হবার পর পরীক্ষার কেন্দ্রসমূহ থেকে প্রেরিত সকল পরীক্ষার ও.এম.আর গ্রহণ এবং তা সংরক্ষণ করে যথাসময়ে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ। গ) পরীক্ষা বিভাগ থেকে আঞ্চলিক কেন্দ্রে প্রেরিত সকল পরীক্ষার লিখিত উত্তরপত্র গ্রহণ, সংরক্ষণ এবং সংশ্লিষ্ট পরীক্ষকদের নিকট বিতরণ। ঘ) বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী পরীক্ষার ফলাফল দ্রুততম সময়ে প্রকাশের স্বার্থে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ফলাফল প্রকাশে সহায়তা প্রদান। ঙ) উত্তরপত্র মূল্যায়নের পর প্রধান পরীক্ষকদের নিকট হতে প্রাপ্ত ও.এম.আর এবং আনুষঙ্গিক কাগজপত্র গ্রহণ, সংরক্ষণ এবং তা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ে প্রেরণের ব্যবস্থা গ্রহণ। চ) পরীক্ষা চলাকালীন সময়ে কোন কেন্দ্রে মূল অলিখিত উত্তরপত্র/অতি: উত্তরপত্র/আনুষঙ্গিক কাগজপত্র ঘাটতি পড়লে সংশ্লিষ্ট কেন্দ্রের চাহিদা মোতাবেক আঞ্চলিক কেন্দ্রে সংরক্ষিত মূল উত্তরপত্র/অতি: উত্তরপত্র/আনুষাঙ্গিক কাগজপত্রের মজুদ থেকে বিতরণের ব্যবস্থা গ্রহণ। ছ) কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরীক্ষা চলাকালীন সময়ে বিভন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে তার প্রতিবেদন পরীক্ষা নিয়ত্রকের বরাবর প্রেরণ। এ ছাড়া কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাৎক্ষণিক সকল কার্যক্রম সম্পাদন। ২. একাডেমিক কার্যাবলী : ক) খুলনা বিভাগে অবস্থিত সকল কলেজসমূহ পরিদর্শন করে একাডেমিক রিপোর্ট প্রদান। ৩. কলেজ পরিদর্শন সংক্রান্ত কার্যাবলী : ক) কর্তৃপক্ষের নির্দেশক্রমে অধিভূক্ত কলেজসমূহে শিক্ষক, শিক্ষারমান, শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ইত্যাদি সরেজমিনে পরিদর্শন শেষে তার প্রতিবেদন প্রেরণ। ৪. আনুষাঙ্গিক কার্যাবলী : অধিভূক্ত কলেজসমূহ ও শিক্ষক/শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাসমূহের তাৎক্ষনিক মৌখিক পরামর্শ প্রদান। ৫. আঞ্চলিক কেন্দ্র হতে বিতরণ : ক) জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রেরিত বছর ওয়ারী ডায়েরী, ক্যালেন্ডার, জার্নাল, সমাবর্তনের বই ও অন্যান্য প্রকাশিত পুস্তকাদি, সমাচার পত্রিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত খুলনা বিভাগের সকল কলেজের অধ্যক্ষগণের নিকট পাঠানো হয়ে থাকে। খ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ শাখা হতে পাঠানো সাময়িক সনদ ও নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত খুলনা বিভাগের স্ব স্ব কলেজে যথা সময়ে প্রেরণ করা হয়।