
"বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু" জাতীয় বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি
April 23, 2018 Category: Latest News
জাতীয় বিশ্ববিদ্যালয়ের "মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট"-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৩রা এপ্রিল ২০১৮ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে "আমাদের মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি, মূলবক্তা বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন, আলোচক ছিলেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও জনাব রামেন্দু মজুমদার এবং স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন রেজিস্ট্রার জনাব মোল্লা মাহফুজ আল-হোসেন।
Back