চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র

মোঃ  মমিনুল ইসলাম
মোঃ মমিনুল ইসলাম
( সংক্ষিপ্ত প্রোফাইল )
পরিচালক
চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র

Email Address:nuctg.r.c@gmail.com        Office Image Gallery

বর্তমানে চট্টগ্রাম আঞ্চলিক অফিস-এ যেসকল সেবা ও কার্যক্রমসমূহ চালু রয়েছেঃ


১) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পরীক্ষার ফরম ফিলাপের সোনালী সেবার রশিদসহ অন্যান্য কাগজপত্রাদি গ্রহন, সংরক্ষণ ও গাজীপুর অফিসের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ।

২) বিভিন্ন পরীক্ষার ইনকোর্স নম্বরফর্দ গ্রহন, সংরক্ষণ ও গাজীপুর অফিসের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ।

৩)জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত চট্টগ্রাম বিভাগের সকল পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ মহোদয়গণের মাধ্যমে প্রেরিত প্রতিনিধিদেরকে পরীক্ষার সাদা উত্তরপত্র কেন্দ্রওয়ারী বিতরণ করা হয় এবং বিতরণ শেষে অল্প পরিমাণে সাদা খাতা মজুদ/সংরক্ষণ রাখা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে অত্র অঞ্চলের কোন কেন্দ্রে উত্তরপত্রের ঘাটতি হলে পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়-কে অবহিত করে ঘাটতি পূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

৪) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স (১ম, ২য় ও ৩য় বর্ষ), অনার্স (সম্মান) কোর্স (১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ), মাস্টার্স (১ম ও শেষ পর্ব) এবং প্রফেশনাল পরীক্ষার উত্তরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নির্দেশনা মোতাবেক প্রধান পরীক্ষক ও পরীক্ষকগণের নিকট সুষ্ঠুভাবে বিতরণসহ সার্বিক সহায়তা প্রদান করা হয়।

৫) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স (১ম, ২য় ও ৩য় বর্ষ), অনার্স (সম্মান) কোর্স (১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ), মাস্টার্স (১ম ও শেষ পর্ব) এবং প্রফেশনাল পরীক্ষার কেন্দ্র কর্তৃক ট্রেজারীতে রক্ষিত E-Type OMR পরীক্ষা শেষে আঞ্চলিক কেন্দ্রে গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য যথাসময়ে গাজীপুর ক্যাম্পাসে প্রেরণ করা হয়।


৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স (১ম, ২য় ও ৩য় বর্ষ), অনার্স (সম্মান) কোর্স (১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ), মাস্টার্স (১ম ও শেষ পর্ব) এবং প্রফেশনাল পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রধান পরীক্ষকগণের নিকট থেকে H-Type OMR গ্রহণ, সংরক্ষণ এবং দ্রুত ফলাফল প্রকাশের স্বার্থে সময়মত গাজীপুর ক্যাম্পাসে প্রেরণ করা হয়।

৭) পরীক্ষার বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের জন্য প্রধান পরীক্ষকগণের নিকট থেকে গ্রহণ, সংরক্ষণ ও গাজীপুর অফিসে সময়মত প্রেরণ করা হয়।


৮) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণয়নকৃত ডায়েরী, ক্যালেন্ডার, জার্নাল, সেশনজট নিরসনের ক্রাশ প্রোগ্রাম-এর একাডেমিক ক্যালেন্ডার ও সমাচার পত্রিকা ইত্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত চট্টগ্রাম বিভাগের সকল কলেজের (অধ্যক্ষগণের) নিকট প্রদানের ব্যবস্থা করা হয়।

৯) চট্টগ্রাম বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আঞ্চলিক অফিস স্থাপনের লক্ষ্যে জেলা- চট্টগ্রাম, উপজেলা- হাটহাজারী, মৌজা-দক্ষিণ পাহাড়তলী, জে.এল.নং-৪০, দাগ নং- ১৮৭২২, ১৮৭২৩, ১৮৭২৪, ১৮৭২৫, ১৮৭২৬ এর ১.০০ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১০) চট্টগ্রাম বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আঞ্চলিক অফিস স্থাপনের কাজের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ পূর্বক গাজীপুর অফিসে অবহিত করা হয়।

১১) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পত্রের নির্দেশনা মোতাবেক অধিভূক্ত কলেজসমূহের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ পূর্বক যথাযথ সময়ে প্রতিবেদন দাখিল করা হয়।

১২) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন কোর্সের পরীক্ষাসমূহ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দিয়ে থাকেন।

১৩) করোনা বিশ্বমহামারীতে সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মোতাবেক চট্টগ্রাম বিভাগের সব কলেজের সাথে যোগাযোগ করে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা তদারকি করা হয়েছে।

১৪)বিশ্বমহামারী করোনায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজসমূহের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের কোভিড-১৯-এর ভ্যাকসিন দেওয়ার নিবন্ধন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী চট্টগ্রাম বিভাগের সব কলেজের সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সেসব তথ্য নিয়মিতভাবে গাজীপুর অফিসের সংশ্লিষ্ট দপ্তরে প্রদান করা হয়েছে।

১৫) মূল ক্যাম্পাস হতে ঘোষিত সকল প্রকার কর্মসূচি যেমন : বিভিন্ন জাতীয় দিবসে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে আলোচনা অনুষ্ঠান, পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যানারসহ গমন করে পুষ্পস্তবক অর্পণ ও ক্ষেত্র বিশেষে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির সাথে সহমত পোষণ করে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।

১৬) বিভিন্ন কলেজ থেকে প্রতিনিয়ত আগত শিক্ষক/কর্মকর্তা/ছাত্র-ছাত্রী/অভিভাবকবৃন্দ নানাবিধ সমস্যা নিয়ে এই অফিসে আগমন করলে সাধ্যমত তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়। নতুবা মূল ক্যাম্পাসে কোন কর্মকর্তার সঙ্গে কি পদ্ধতিতে যোগাযোগ করলে সুষ্ঠু সমাধান সম্ভব সে সম্পর্কে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

১৭) আঞ্চলিক কেন্দ্র পরিচালন দপ্তর ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে বিবিধ কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হতে প্রাপ্ত যে কোন অফিস আদেশ তাৎক্ষণিকভাবে প্রতিপালন করা হয়।

১৮) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রতিনিয়ত অনলাইন মিটিংগুলোতে যোগদান করা হয়।

কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকাঃ

SL Name Designation Phone
০১ মোঃ মমিনুল ইসলাম পরিচালক ০১৭১৩০১৭৫৫০
০২ জনাব সুমন দত্ত সহকারী-রেজিস্ট্রার ০১৮১৯৬৩৮১৭০
০৩ জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন সহকারী রেজিস্ট্রার ০১৭৫৩৩৯৯৩১৫
০৪ জনাবা জয়শ্রী কর্মকার উচ্চমান সহকারী ০১৭৪২৬৮০৪৮৬
০৫ জনাব এরশাদ হোসেন উচ্চমান সহকারী ০১৬২৬১৪৪৯৬৪
০৬ জনাব মোঃ সাইফুল ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১৮৭১১৯৩০৯৪
০৭ মোঃ মেনাজুল ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১৭১২২২০৯৭২
০৮ জনাব স্বপন চাকমা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১৫৫৪৭২৫৩৭৪
জনাব মোঃ হারুন অর রশিদ গাড়ীচালক ০১৭১২৬৪৭৩৮৪
১০ জনাব মোঃ মাহবুবুর রহমান অফিস সহায়ক ০১৩০৯১৮০১৯৩
১১ জনাব মোঃ আলমগীর হোসেন নিরাপত্তা প্রহরী ০১৭৮১৭১৯৩৭৬
১২ জনাব মোঃ আব্দুস কুদ্দুস নিরাপত্তা প্রহরী (দৈনিক ভিত্তিতে) ০১৮৭১৫৯৩৬৬৪
১৩ জনাব মোঃ মনিরুল ইসলাম নিরাপত্তা প্রহরী (দৈনিক ভিত্তিতে) ০১৭১৪৭৬৬২৬৮
১৪ জনাব মোঃ শেখ সওকাত হোসেন নিরাপত্তা প্রহরী (দৈনিক ভিত্তিতে) ০১৮৮৪২০৪৮২৮
১৫ জনাব মোঃ মেহেদী হাসান নিরাপত্তা প্রহরী (দৈনিক ভিত্তিতে) ০১৮৮৪১৩০৬২২
১৬ জনাবা রীনা সরকার ক্লিনার ০১৫৬৮০২৩৪৪৫